এম এস ইসলাম আকাশ এর কবিতা- নারী
নারী
এ/ম/এ/স/ই/স/লা/ম/আ/কা/শ
নারী মাতা নারী ভগ্নি
কখনো নারী প্রিয়তমা,
মজেছি সময়ের স্রোতে
আমায় করিও ক্ষমা।
তোমা হতেই জন্ম আমার
তোমাতেই সমর্পন,
তোমাতেই বিশ্ব মহান
তোমাতেই অসীম সন্মান।
মা সেতো ভালবাসার স্বর্গ
তার তরে জানাই হৃদয়ের
অর্ঘ,
মায়ের পদতলে স্বর্গ মেলে
অমিয় সুধা পাই ‘মা’
ডাক দিলে।
ভগ্নি সে স্নেহের ভান্ডার
এমন স্নেহ কোথাও আর
নাই,
পৃথিবী সুন্দর সেথায়
অন্তহীন অমিয় স্নেহ
ভালবাসায়।
নারী আবার প্রিয়তমা
নারীই অর্ধাঙ্গিনী,
সংসার সমরাঙ্গনে
সুখ দুঃখের সহমর্মিনী।
নানা রুপে রুপায়িত
নানা গুনে সিক্ত,
নারীর গুনেই তুমি
আজ
নানা পদে অভিসিক্ত।
মা,ভগ্নি অথবা স্ত্রী
এ সমাজ সংসারে আনে
প্রাণ,
নারীকে দিলে সমান
অধিকার
তোমার তাতে
কমবেনা সন্মান।