নারী বিশ্বকাপে বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের টিকিট কাটলো বাংলাদেশের নারী ক্রিকেট দল। বাছাইপর্বের সেমিফাইনালে জিম্বাবুয়ে নারী দলকে ৩১ রানে হারিয়ে তারা এই যোগ্যতা অর্জন করলো। আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি খেলার সুযোগ পাবে। শীর্ষ আট দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলবে বাছাইপর্বের দুই ফাইনালিস্ট। গতকাল অন্য সেমিফাইনালে স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে আয়ারল্যান্ড। বাংলাদেশ-আওয়ারল্যান্ড ফাইনাল আগামীকাল। থাইল্যান্ড, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনিকে বড় ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান নিয়ে গ্রুপ পর্বের খেলা শেষ করে বাংলাদেশ নারী দল। গতকাল সেমিফাইনালে তারা মুখোমুখি হয় জিম্বাবুয়ে নারী দলের বিপক্ষে। সেখানে টসে হেরে আগে ব্যাটে গিয়ে বাংলাদেশ নারী দল ৫ উইকেটে ৮৯ রান সংগ্রহ করে। জবাবে রুমানা আহমেদের বোলিং তোপে পড়ে ১৯.১ ওভারে ৫৮ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ব্যাংককের মাঠে জিম্বাবুয়ের মাত্র একজন ব্যাটসম্যানের রান দুই অঙ্কের কোঠা পার হয়। সর্বোচ্চ ১০ রান করেন পেলাগিয়া মুজাজি। বাংলাদেশের লেগ স্পিনার রুমানা আহমেদ মাত্র ৮ রানে নেন ক্যারিয়ার সেরা ৪ উইকেট। এছাড়া, ফাহিমা খাতুন ও শায়লা শারমিন দু’টি করে উইকেট নেন। খাদিজাতুল কুবরা ৪ ওভারে কোনো উইকেট না পেলেও মাত্র ৮ রান দেন তিনি। এর আগে মাত্র ১০ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ নারী দল। কিন্তু চতুর্থ উইকেটে লড়াইয়ে ফেরান উদ্বোধনী ব্যাটসম্যান শারমিন আখতার ও ফারজানা হক। এই জুটিতে তারা সর্বোচ্চ ৫১ রান যোগ করেন। শারমিন ৩৪ বলে ২২ রানে ফেরার পর ফারজানা খেলেন ৪৩ রানের দুর্দান্ত ইনিংস। ৪ বাউন্ডারিতে ৪৩ বলে তিনি এই রান করেন। অধিনায়ক জাহানারা আলম ২ রানে অপরাজিত থাকেন। আগামী বছর ভারতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
সংক্ষিপ্ত স্কোর
টস: জিম্বাবুয়ে, ফিল্ডিং
বাংলাদেশ নারী দল: ২০ ওভার; ৮৯ (আয়েশা রহমান ৫, শারমিন আখতার ২২, শায়লা শারমিন ০, রুমানা আহমেদ ০, ফারজানা হক ৪৩, রিতু মনি ৯*, জাহানারা আলম ২*, জোসেফিন এনকোমো ২/১২)।
জিম্বাবুয়ে নারী দল: ১৯.১ ওভার; ৫৮ (পেল্লাগিয়া মুজাজি ১০, রুমানা ৪/৮, ফাহিমা খাতুন ২/১২, শায়লা শারমিন ২/১৩)।
ফল: বাংলাদেশ নারী দল ৩১ রানে জয়ী
ম্যাচ সেরা: রুমানা আহমেদ (বাংলাদেশ)