নীলফামারীতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে নারী শ্রমিক নিহত
এস কে রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
জেলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে উত্তরা ইপিজেডের নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত নারী শ্রমিক রুপালি রানী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের কানিয়ালখাতা পোড়া পাড়া গ্রামের মধু চন্দ্র রায়ের স্ত্রী এবং দুই সন্তানের জননী।
এ সময় গুরতর আহত অবস্থায় তার স্বামী কে জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার সকাল ৭টায় সদর উপজেলার ইটাখোলা ইউপির চারা সাইফোন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জানায়,স্বামীর ব্যাটারিচালিত চার্জার ভ্যানে করে উত্তরা ইপিজেডের কর্মস্থলে যাচ্ছিলেন রুপালী।
পথিমধ্যে চারা সাইফোন এলাকায় পৌছালে পেছন থেকে আসা বালু বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাবুব আলম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে । ঘাতক ট্রাক্টরটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তবে আটকের অভিযান অব্যাহত আছে।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।