রওশন হাসান এর কবিতা-নির্বাসিত সম্মোহনে
নির্বাসিত সম্মোহনে
———————– রওশন হাসান
ও চোখ ফিরিয়ে নিয়োনা তুমি
তোমার চোখে হেমন্তের জানালা
আমি দেখি ঝরাপল্লব, উদাসী দিকশুন্য পথ
বাঁকা চাঁদ, প্রবাহী জল, জ্বলন্ত আবীর
আকাশ উপত্যকায় ভাসমান ক্ষয়িষ্ণু তারা
নিয়োনা ও চোখ ফিরিয়ে, চেয়ে থাকো অপলকে l
কি গভীর অরণ্য ঝাঁক বেঁধে দৃশ্যত নয়নপটে
মৃদুল হাওয়ায় দোল খায় রুপক তুষার
ফুল ফুটে ঝরে যায়, গোলকে নামে আঁধার
স্পন্দিত আঁধারের আলো কাঁপে অধর গ্রীবায়
এক প্রবল আসক্তিতে নেশাগ্রস্থতায় কাটে প্রহর
নিয়োনা দৃষ্টিনিবদ্ধ চোখ ফিরিয়ে তোমার
আমি নিমগ্ন অরক্ষিত অক্ষিতে তোমার
পৃথিবী বারংবার থামে জোয়ারের টানে
বিচ্ছিন্ন বিচ্ছেদে আমি নির্বাসিত, সকল বাঁধনমুক্ত
আমি সম্মোহিত মূক স্বরলিপিতে
জোৎস্নাধৌত রুপালি চাউনির স্হির ক্যানভাসে l