নিষিদ্ধ বর্জ্য দিয়ে তৈরি হচ্ছে প্রাণিখাদ্য
অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি মাছ ও মুরগির খাবার তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র্যাব-১১ ও প্রাণিসম্পদ অধিদপ্তরের একটি দল। বৃহস্পতিবার র্যাবের নির্বাহী হাকিম সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ কারখানায় আমদানিনিষিদ্ধ প্রাণিখাদ্য উপকরণ এমবিএম (মিট অ্যান্ড বোন মিল) ও ট্যানারি বর্জ্য দিয়ে মাছ ও মুরগির খাবার তৈরি করা হয়। কারখানা থেকে প্রায় ২১০ টন প্রাণিখাদ্য উপকরণ জব্দ করা হয়। এ অপরাধে দুজনকে কারাদণ্ড দিয়ে কারখানাটি সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত।
সারওয়ার আলম জানিয়েছেন, এসব খাদ্যপণ্যের মাধ্যমে ক্রমিয়াম, হেভি মেটাল, অ্যান্টিবায়োটিকসহ ক্ষতিকারক উপাদান মাছ ও মুরগির মধ্যে প্রবেশ করছে।