টাঙ্গাইলে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
আজ ০১ডিসেম্বর নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই (নিসচা) সাফল্য ও গৌরবের ২৮ বছরে পদার্পণ করলো। ১৯৯৩ খ্রীঃ সালের ২২অক্টোবর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের প্রিয়তমা স্ত্রী জাহানারা কাঞ্চন চট্টগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হবার পর ঐ বছরেই ১ডিসেম্বর তিনি প্রতিষ্ঠা করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) নামে এই সামাজিক সংগঠন যার ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ।
নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের সংগ্রাম, সাফল্য ও গৌরবের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশ ব্যাপি এক যোগে নানা কর্মসূচি হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় নিরাপদ সড়ক চাই, টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় টাঙ্গাইল পৌরসভা মিলনায়তনে নিসচা’র ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে কেক কাটা ও করোনা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শহরের নিরালা মোড়ে মাস্ক বিতরণ করা হয়।
নিরাপদ সড়ক চাই, টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি মো. ফিরোজ আহমেদ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ঝান্ডা চাকলাদার।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই, টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি সাজ্জাদুর রহমান খোশনবীশ, তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুজ সালেহীন, প্রচার সম্পাদক ড. ফারহানা ইয়াসমিন, ক্রীড়া সম্পাদক সাইদুল ইসলাম মিন্টু, সদস্য কবি শামছুজ্জামান জামান, জাহাঙ্গীর আলম, মঞ্জু রানী প্রামাণিক, লায়লা আনজুমান্দ, প্রকৌশলী জাহিদ রানা, রসি, সাবেক যুগ্ম-সম্পাদক অধ্যাপক রেজাউল করিম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র জেবুন্নাহার জেবু, সহ-অধ্যাপক কবি অনিক আহমেদ বুলবুল, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, আশরাফ খান প্রমুখ।