টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দূর্ঘটনায় নিহত ৭ অন্তত ২৫ আহত
শফিকুল ইসলাম, টাঙ্গাইল সদর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের ঘাটাইলের হরিপুরে বিনিময় পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাত জন নিহত হয়েছে। নিহতরা হলেন-গোপালপুর সদর উপজেলার আসমা (২৫), চন্দন (৩২) ও শান্তা (২৫), নারায়নগঞ্জের সোনারগাও এলাকার নুরে আলম (৩০), ধনবাড়ি উপজেলার ধিকপাইদ গ্রামের আব্দুর রহিম (৩২) , জামালপুর জেলার বনগ্রাম সরিষাবাড়ি গ্রামের সুনামগঞ্জ ধর্মশালা মহিলা বিষয়ক কর্মকর্তা মোতাহের (২৮) ও একই উপজেলা সদরের সাইদুল ইসলাম (২৪)। ঘাটাইল থানার ওসি (তদন্ত) আমির হোসেন জানিয়েছেন, ঢাকা থেকে ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘাটাইল উপজেলার হরিপুরে গুণগ্রাম নামক স্থানে আসলে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এসময় বাসটি রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ৭ জন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। আহতদের মধ্যে ১৯ জনকে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।