পারভেজ আক্তার’র “নিয়ম অনিয়ম”
বইমেলার খবর । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
সম্প্রতি অমর একুশে বইমেলায় এসেছে পারভেজ আক্তার’র ২৩ম বই ‘নিয়ম অনিয়ম’। কাগজ২৪ সাহিত্য বিভাগ বসেছে তাঁর সাথে। সেখানকার আলাপচারিতার চুম্বকাংশ নিম্নে তুলে ধরা হল।
কাগজ২৪ঃ লেখালেখি কবে থেকে শুরু, কীভাবে?
পারভেজ আক্তারঃ কাগজে কলমে লেখালেখি শুরু করেছি কবে থেকে মনে নেই তবে মনে মনে লেখা শুরু করেছি সেই জন্মের পর থেকেই।
কাগজ২৪ঃ আপনার লেখার উপজীব্য বিষয়বস্তু সাধারণত কী?
পারভেজ আক্তারঃ আমার লেখা সাধারণত কোন এক বিশেষ গণ্ডীর ভেতরে আবদ্ধ নয় । সে কাল থেকে কালান্তরে, যুগ থেকে যুগান্তরে মিশে গেছে।
কাগজ২৪ঃ কার লেখা আপনাকে অনুপ্রাণিত করে?
পারভেজ আক্তারঃ একজনের লেখা পড়ে অনুপ্রাণিত নই। অনেকের লেখা পড়ে অনুপ্রাণিত। জহির রায়হান, সৈয়দ সামসুল হক, হুমায়ূন আহমেদ, রিজিয়া রহমান, তসলিমা নাসরিন, সমরেশ মজুমদার, শীষেন্দু মুখোপাধ্যায় এবং আরো অনেকেই আছেন এ তালিকায়।
কাগজ২৪ঃ সমসাময়িক লেখকদের সম্পর্কে বলুন।
পারভেজ আক্তারঃ শত কাজের ব্যস্ততার ভিড়ে এখন পড়ার সময় পাই খুবই কম, তারপরও চেষ্টা করি মাঝে মাঝে অন্যান্য লেখকদের বই খুলে দেখার। হ্যাঁ, যারা আমার সমকালীন তারা বেশ ভালোই লিখছে। শাহীন চৌধুরী ডলি, রনজু চৌধুরী, এস এম ইসলাম, রওশন হাসান উনাদের বই কিছু কিছু পড়েছি বেশ ভালোই লেগেছে বলা যায়। আসলে এটাই তো সত্যি সকল কালে সকল সময়ে সব লেখকদের মাঝে কিছু ভালো লেখক আমাদের মাঝে উঠে আসবেই।
কাগজ২৪ঃ এ যাবত প্রকাশিত গ্রন্থ সমূহ কি কি?
পারভেজ আক্তারঃ বিদিশার তমসায় কমলের ঘ্রাণ (উপন্যাস)-২০১২
নীলকণ্ঠ নীড়ের ওপারে (উপন্যাস)-২০১২
অর্ক জেগেছে মহুয়া বনে (উপন্যাস)-২০১২
সুদূরে গেছি হারিয়ে (খন্ড গল্প)-২০১২
নীল পবন (উপন্যাস)-২০১৩
সাঁঝের প্রদীপ (উপন্যাস)-২০১৩
বিশোকা বিথান (উপন্যাস)-২০১৩
ভালোবাসা শক্তি ভালোবাসা সম্পদ (উপন্যাস)-২০১৪
এরই নাম ভালোবাসা (উপন্যাস)-২০১৪
চার ইঞ্চি কপাল (উপন্যাস)-২০১৪
ডানাহীন প্রজাপতি (উপন্যাস)-২০১৪
সর্বনাশা সময় (উপন্যাস)-২০১৪
এ শুধু গানের দিন(খন্ড গল্প)-২০১৫
পোশাক কর্মীর ভালোবাসা (উপন্যাস)-২০১৫
তবুও তোমায় ভালোবাসি (উপন্যাস)-২০১৫
হায়রে প্রেম (উপন্যাস)-২০১৫
ভালো লাগে তাই ভালোবাসি (উপন্যাস)-২০১৬
গল্পটা ছোটদের নয় (উপন্যাস)-২০১৭
তুমি বরং অন্য কাউকে ভালোবাসো (উপন্যাস )-২০১৭
তোমাকে ভালোবাসি (উপন্যাস )-২০১৮
অনেকেই অন্যরকম (গল্পগ্রন্থ )-২০১৮
কাগজ২৪ঃ ভ্রমণ কাহিনী, গল্প, কবিতা, উপন্যাস কোনটিতে বেশী স্বাচ্ছন্দ বোধ করেন?
পারভেজ আক্তারঃ ভ্রমণ কাহিনী এখনও লেখা হয়নি, বলা যায় সময়ের অভাবেই লেখা হয়ে ওঠেনি। তবে সামনে প্রচণ্ডভাবে লেখার ইচ্ছে আছে কেননা ভাবুক এই মন সারাক্ষণ সৃষ্টির অনুসন্ধানে মত্ত হয়ে থাকে । তাইতো সেই অনুসন্ধিৎসু মন ঘুরে বেড়াতে চায় পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে কিন্তু সে তো আর সম্ভব নয়। তবু মাঝে মধ্যে ঘোরাঘুরির চেষ্টা করা হয় । আর তারই প্রয়াসে ঘোরা হয়েছে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর । সামনে আরও অনেক ঘোরাঘুরির ইচ্ছে আছে ।
কাগজ২৪ঃ তরুণ লেখককের জন্য আপনার পরামর্শ কী?
পারভেজ আক্তারঃ তরুণ লেখকদের জন্যে একটাই পরামর্শ কোন মিথ্যের সাথে আপোষ নয়, সবকিছুর উপরে তারা যেন সত্যকে প্রাধান্য দেয় । একজন লেখকের সমাজ তথা মানুষের কাছে যত দায়বদ্ধতা থাকে অন্য কারো বেলায় এতটা থাকেনা ।
কাগজ২৪ঃ আপনার পারিবারিক জীবন সম্পর্কে বলুন।
পারভেজ আক্তারঃ পারিবারিক জীবনে এক কন্যা ও এক পুত্র সন্তানের জননী। সন্তানদের বাবা একজন সরকারি কর্মকর্তা।
কাগজ২৪ঃ আপনার ভালো লাগা, মন্দ লাগা, উল্লেখযোগ্য স্মৃতি সম্পর্কে যদি বলতেন।
পারভেজ আক্তারঃ যখন সত্যিকার ভাবে কাউকে ভালোবাসি তখন সে কষ্ট দিলে খুব কষ্ট লাগে। মাঝে মাঝে মনে হয় এ কষ্টগুলো অসহ্য বেদনার। তাই ভালোবাসতেই এখন ভয় লাগে কিন্তু তবুও ভালোবাসি, মন কাউকে না কাউকে ভালোবাসতে চায় কেননা ভালোবাসার কষ্টগুলো যেমন বেশী তার সুখগুলোও অনেক মধুময়। যে সুখের অনুভূতি অন্য কোন কিছুতেই আর নেই। জীবনের সবকিছুকেই সৃতি মনে হয় । আর প্রিয়জনদের সাথে কাটানো সময়গুলো সবচেয়ে বেশী স্মৃতিময়।
কাগজ২৪ঃ কাগজ২৪ কে সময় দেওয়ার জন্য ধন্যবাদ।
পারভেজ আক্তারঃ আপনাদেরকেও ধন্যবাদ।
বই পরিচিতিমূলক তথ্যঃ
বইঃ নিয়ম অনিয়ম একটি উপন্যাস
লেখকঃ পারভেজ আক্তার
প্রকাশনা প্রতিষ্ঠানঃ নেত্র প্রকাশনী
প্রচ্ছদঃ সজিব খান
ফর্মা সংখ্যাঃ ৫
মূল্যঃ ১৫০ টাকা মাত্র
প্রাপ্তিস্থান- হাসি প্রকাশনী, বাংলা একাডেমি বইমেলা, সোহরাওয়ার্দী উদ্যান, ষ্টল নাম্বার-৬০৮, ৬০৯