সেলিনা জাহান প্রিয়ার কবিতা – নীল জোছনার ভেলা
নীল জোছনার ভেলা
—————– সেলিনা জাহান প্রিয়া
মনের গহীন অতল জলে ভাসিয়ে দেব
নীল জোছনার ভেলা…………………
ক্ষণিকের ছায়া প্রচ্ছায়া উপছায়া দেখব
গ্রাস হয়ে যাওয়া মাটির এই কায়া খেলা
স্মৃতিটুকু কাছে ডেকে হাতে হাত রাখি
শিহরিত রোমকূপে জমানো শিশির গায়ে মেখে
কল্পলোকের গল্প যত আজও লিখি নীল জোছনায় ।
আকাশের বুকে মেঘের কণায় রঙ ধনু স্বপ্ন তুমি
অরণ্যের মাঝে কুয়াষাছন্ন বনফুল নীল জোছনার আমি
কুম কুম নীল জোছনা নেমেছে আমার পথে পথে আজ
ফানুসের আলোর রঙ যেন কন্ঠে তুলেছে অপূর্ব সুর ছন্দ
চোখে তার গোলাপি মুক্তার মতো অহংকারী চাঁদ উঠে
ভালোবেসে না বেসে কত কথা শুনি মধ্য রাতের উঠানে,
পূর্নিমার নীল ইন্দ্রজাল নিরবতার দু চোখে শীতল ছায়া ফেলে
আমাদের প্রেমের একান্ত স্মৃতি কথা নীল জোছনার ছন্দা তুলে
কিছু কথা চাঁদের বুকে এঁকে চলে কল্প লোকের আলপনকে
হৃদপিন্ডের মৌন পাথর থেকে ঝরে পড়ে নীল জোছনার জল
সন্ধার সমাপ্তি নিয়ে তোমার চোখে নামে নীল জোছনার জল
আলো নয়, অন্ধকার নয় ,তন্দ্রায় মিশেছি আমি জোছনার ভেলায় ।।
বাঁশি হাতে স্বর্গ হতে নীল জলে নামে এক ঝাঁক অপ্সরা
নীল জোছনার মসলিনে মোড়া তৃষ্ণার্ত পত্র পল্লব, শুষে নিয়ে নীল সব
ফিনফিনে নীল জোছনার সমুদ্রে উঠে ঢেউ,
আঁকে জলছবি, আঁকে ধূপছায়াঃ নিসর্গের তুলি হাতে কেউ
আমি মনের গহীন অতল জলে ভাসিয়ে দেই তোমার জন্য
নীল জোছনার ভেলা গহীন অরণ্য নীল জোছনার পথে
তক্ষকের ডাকে ধ্যান ভেঙ্গে যদি তুমি খুঁজে নাও
স্বপ্ন আর বাস্তবতা মাঝে তোমার নীল জোছনার ভেলা কে !!!