সেলিনা জাহান প্রিয়ার কবিতা-নীলকণ্ঠী হীম কুয়াশায় প্রহর
নীলকণ্ঠী হীম কুয়াশায় প্রহর
সেলিনা জাহান প্রিয়া
হিম কুয়াশার প্রাচীর ভেঙে এক চিলতে রোদ্দুর আসে উঠানে
আলোর বন্যায় আজ সকালে নৈসর্গিক স্নান দেখি চোখ মেলে ।
জানালায় কাঁচের শার্শিতে জমে থাকা শিশিরগুলো আলো জ্বলে
রিনিঝিনি কাঁকনের সুরে অভিমানীর গেয়েছিল সেই সুরে গান !!
অভিমানগুলো মুছে দিতে অভিমানী ছুঁয়ে দিয়েছিলো
নিরব রাতের প্রহরে সুর স্বপ্নেে নীল চাঁদোয়ার থেকে
একমুঠো স্বপ্ন ভিড় করে আলোয় ভরা নৈশব্দের ঘরে ।
হাসি-আনন্দে মুখর ইচ্ছেগুলো বড় বেশি বেসামাল আজ,
মনের বনে বান ডেকেছে যেতো উদাস বাউলি বাতাস,
অদ্ভুত আঁধারে জোনাকি ঝিঁঝিঁ পোকারা হিম কুয়াশায়
সন্ধ্যার নিস্তব্ধতা গুলো বিমুগ্ধচিত্তে অন্ধকারের আলোয় খুঁজে
মাতাল হাওয়া কাঁঠাল-চাঁপার গন্ধে খেলে যায় উজ্জ্বলতার ছুয়া।
লাল-নীল স্বপ্নের ভেলায়, রিমঝিম বৃষ্টির মত কত স্বপ্ন এঁকে
অবাধ্য কিশোরবেলায় তৃষ্ণার্ত মনের কোণ স্বপ্নের কি আকর্ষণ ?
অন্ধকারের আলোয় খুঁজে পেতাম ভালবাসার গভীরতা সুখ ।
আলো-অন্ধকারে হেঁটে যাই মাতাল বাতাসের বুকে সবুজ ঘাসে ,
শিশির ভেজা পথে অপেক্ষায় স্থির দাঁড়িয়ে অলীক স্বপ্নের বুননে
নীলকণ্ঠী হীম কুয়াশায় প্রহর জাগে জ্যোৎস্না লুকায় মেঘের আড়ালে,
নিরেট পাথরের বুকে ঝ’রে পড়া শিশিরের কান্না দেখি হিরার ঝলক
সুখ নোঙর করে অচেনা বন্দরে ,জমাট অন্ধকারে আলো দেখি !!
এক আকাশ নীল শিশির মাখা সোনালি শীতের সকাল আলোর ঝিলিক
বুকের মাঝে স্রোতস্বিনী নীলাম্বরী নদীটা ছলাৎ ছলাৎ ঢেউ তোলে।
শান্তজলে গাঙচিলেরা ডানা ভেজায় উদাসী বিকেল লগ্ন আসে সন্ধ্যার
কাঁঠালচাঁপার গন্ধভরা বিমুগ্ধ সন্ধ্যাগুলো হাতছানি দেয় নীলিমায়
সাঁকোতে দেখা মেলে ! যে খানে তুমি রেখে গিয়েছিলে পথের বাঁকে,
সন্ধ্যার শেষ রক্তাভাটুকু মিলিয়ে যায় গাঢ় অন্ধকারে জোনাকি দেখি
বিস্তীর্ণ প্রান্তর জুড়ে আঁধার নামে ,নিকষ কালো আঁধারে আঁধারে
হারিয়ে যায় আমাদের প্রত্যাশাগুলো তবু আলোর জন্য পথ খুঁজে ।
আমাদের স্বপ্নেরা বেঁচে থাক স্বপ্নের মধ্য সেই স্বপ্নের ভালবাসায়
গোধূলির রক্তাভ মায়ায়, আগামীর হাতছানিতে শুধু ভালবাসায়
ভরা পুর্ণিমায় স্বপ্নীল আকাশে জেগে বিমুগ্ধ চাঁদের হাসি সেই স্বপ্ন
ঝরা বকুলের গন্ধটুকু বুকের মাঝে জমিয়ে রাখি যত্ন করে হিম কুয়াশায়
এক সমুদ্র ভালবাসা নিয়ে ঠিকই নীলকণ্ঠী হীম কুয়াশায় প্রহর জাগে ।