নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা দিবস পালিত
এস কে রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জেল হত্যা দিবস। দিবসটি পালন উপলক্ষে জেলা আওয়ামীলীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
কর্মসূচির অংশ হিসেবে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। এবং কালো ব্যাজ ধারণ করা হয়।
সকাল ১০টায় জেলা আওয়ামীলীগ তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা দলীয় কার্যালয় সংলগ্ন জেলা শহরের স্মৃতি অম্লান চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সা. সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, পৌর আ.লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, জেলা মহিলা যুবলীগ নেত্রী সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, জেলা যুবলীগের সভাপতি রামেন্দ্র নাথ বর্ধন, কৃষকলীগের সভাপতি অক্ষয় কুমার, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল, সা. সম্পাদক মাসুদ সরকার, পৌর ছাত্রলীগ সভাপতি আল শাহরিয়ার শাকিল প্রমুখ।
শ্রদ্ধা নিবেদনের পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা জাতীয় মহান এ চার নেতার স্মৃতিচারণ করে গভীর শোক প্রকাশ এবং তাদের নৃশংস হত্যাকারীদের প্রতি ঘৃণা জানান।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।