নীলফামারীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
এস কে রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
জেলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র্যালি ‘তথ্যের অধিকার, তথ্যই শক্তি; সুশাসনের হাতিয়ার, দুর্নীতি থেকে মুক্তি’ স্লোগানে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় হতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাপ্ত হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ খালেদ রহীম। অনুষ্ঠানে জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।