নীলফামারীতে পৃথক ঘটনায় দুই জনের মৃত্যু
এস কে রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
জেলায় পৃথক ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। জেলা শহরের পৌর এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক বালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আবু হোসেন (১২)।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় আর্দশপাড়া গ্ৰামে এই ঘটনা ঘটে।
সে ওই গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে একটি হাঁসের খামারে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়।
জেলা আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নীলফামারী সদর থানার ওসি (তদন্ত) জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে ডিমলায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত যুবকের নাম জয়নাল আবেদীন।
একই ঘটনায় সোহাগ ও শামীম নামের আরো দুই গুরুতর আহত অবস্থায় তাদের কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত যুবক পাশ্ববর্তী জলঢাকা উপজেলা পৌরশহরের আমরুলবাড়ি গ্রামের মহুবার রহমানের ছেলে।
বৃহস্পতিবার দুপুর ৩টায় ডিমলা উপজেলার খালিশাচাপানী ইউনিয়নের ডালিয়া-জলঢাকা সড়কে এই দূর্ঘটনা ঘটে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, এঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে।
কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।