পঞ্চগড়ে পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের মানববন্ধন
নাজমুস সাকিব মুন, পঞ্চগড় জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
পঞ্চগড়ে পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পদোন্নতি এবং নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছে পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা।
সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পঞ্চগড় জেলা জজ আদালতের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী আয়োজন করে বাংলাদেশ পরিববার পরিকল্পনা সদর উপজেলা মাঠ কর্মচারী সমিতি।
ঘণ্টা ব্যাপী এ মানববন্ধনে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সদর উপজেলা সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক নাজনীন বানু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আগামী ১ এপ্রিলের মধ্যে তাদের ৬ দফা দাবি মেনে না নেওয়া হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধন শেষে পঞ্চগড় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন তারা।
কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।