পঞ্চগড়ে শুরু হলো দুই দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলা
নাজমুস সাকিব মুন, পঞ্চগড় জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
‘পরিকল্পিত পরিবারে গড়বো দেশ, উন্নয়ন আর সমৃদ্ধির বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে শুরু হলো দুই দিন ব্যাপী পরিবার পরিকল্পনা মেলা।
শনিবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল আলীম খান ওয়ারেসী।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার এটিএম শাহীন আহম্মেদ, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোজাফ্ফর হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল, পঞ্চগড় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাবিহা কবীর, তেঁতুলিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহিনুজ্জামান শিশির।
দুইদিনব্যাপী এই মেলায় উপজেলার ও এর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন এনজিওসহ ২০টি স্টল স্থাপনের মাধ্যমে তাদের সেবাগুলো তুলে ধরেন।
রোববার বিকালে আনুষ্ঠানিকভাবে দুই দিন ব্যাপী এ মেলার সমাপ্তি ঘটবে বলে জানান আয়োজকরা।
কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।