“পদধূলি”
“পদধূলি”
রুদ্র ম আল-আমিন
গল্প ফুরোবার তরে রাত্রিনিবাস,,
এখুনো দাড়ায়ে রয়ে চাতকের গহ্বরে।
নারীছেড়া তান গাংদাড়ায় লেগে
নাট্যমন্দির কেঁদেছে তালকাটা গানে
সারেগা ,,, রেগামা,,,,, গা,,
ধুলিঝড় বয়ে যায়
করুনার উপহাস চৈত্ররথে।
প্রেরিকা তাহার মাল্যবদল পথভুলো শস্মানে,
রাজবাড়ির কাপছে দনুজা দন্তক নরেবড়ে
সকলে তাহার পদধূলি লয়ে
আপদধর্ম করিছে প্রনাম বারেবারে।
জোৎস্নারেখা বহিছে তখুন
সর্গলোকে হরে হরে রাম রাম
কেঁদেছে বুকফাটা আর্তচিৎকারে তবে।
মানবেণদ্র, ইন্দ্রাণী যে যার ঘরে
রাজশ্রী বলির পীঠে চড়ে্ছে উষার আগে।
ধূলোয় লুটিছে প্রাসাদ কদিন পরে
আজানের ধ্বনিত রাগ,,
মুয়াজ্জিন সহস্র লোকের ইমামতি করে।