পবা উপজেলা উপ নির্বাচনে আ.লীগ প্রার্থী ইয়াছিন আলীর জয়
সৈয়দ মাহামুদ শাওন, তানোর উপজেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
রাজশাহী জেলার পবা উপজেলা পরিষেদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে নৌকার প্রার্থী ইয়াছিন আলী বিজয়ী হয়েছেন।
জানা গেছে, ৭৭ হাজার ৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষের প্রার্থী মামুনুর সরকার জেড। তিনি ভোট পেয়েছেন ৬ হাজার ৩১৫। এছাড়া অন্য প্রতিদ্বন্দ্বি মুসলীম লীগের আফজাল হোসেন হ্যারিকেল প্রতিকে ভোট পেয়েছেন ৫১২।
পবা উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামানিক জানান, নির্বাচনে ৭৯টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রবিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
পবা উপজেলা পরিষদের উপনির্বাচনে পবা উপজেলার ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন। যার ভোটার সংখ্যা ২ লাখ ৪০ হাজার ৪৪৪জন। নারী ভোটার ১ লাখ ২০ হাজার ১৫৯ জন এবং পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ২০ হাজার ২৮৫ জন।