পাবনা শহরের বাসষ্ট্যান্ডে ২২ বোতল ফেন্সিডিল সহ গ্রেপ্তার ৩
সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
পাবনা শহরের বাসষ্ট্যান্ডের টিকিট কাউন্টারে অভিযান চালিয়ে ৩ জন ফেন্সিডিল বিক্রেতা কে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার সন্ধ্যা সাতটায় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ এ অভিযান চালায়। এ সময় পুলিশ তাদের দেহ তল্লাশী করে ২২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ জানান, মাদকদ্রব্য ফেন্সিডিল সহ গ্রেপ্তারকৃতরা হচ্ছে; আতাইকুলা থানার লক্ষীপুর ইউনিয়নের আলহাজ্ব মোক্তার হোসেন বিশ্বাসের ছেলে শহিদুল্লাহ বিশ্বাস ওরফে খাঁজা (৩৭),আমিনপুর থানার চরগোবিন্দপুর এলাকার মৃত আবুল হোসেন (তারা)’র ছেলে ইমদাদুল হক ওরফে বেলজিয়াম(৩৫) এবং সদর থানার লষ্করপুর এলাকার মৃত কাজী বেলায়েত হোসেনের ছেলে কাজী শহিদুল ইসলাম ওরফে ডাবলু (৩৬)। প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশ দেহ তল্লাশী করে ধৃত আসামী শহিদুল্লাহ বিশ্বাস ওরফে খাঁজার পরনের প্যান্টের সামনের দুই পকেট থেকে ৪ বোতল ফেন্সিডিল এবং আসামী ইমদাদুল হকের কোমড় থেকে ৩ বোতল সহ কাজী শহিদুল ইসলাম ওরফে ডাবলুর হাতে থাকা প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে থেকে ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য আইনের ৩৬(১) টেবিলের ১৪(খ) ধারা মতে মামলা দায়ের করা হয় এবং গতকাল দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়।