পাবনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
পাবনায় ২২ অক্টোবর ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উপলক্ষে পাবনা জেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই (নিসচা) পাবনা জেলা শাখার উদ্যোগে সকাল সাড়ে ১০টায় একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি পাবনা জেলা স্কুল থেকে শুরু হয়ে পাবনা-ঢাকা সড়ক পদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে জেলা প্রশাসন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় পাবনা জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন’র সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আতিউর রহমান, সরকারি এডওয়ার্ড কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শহীদ মো. ইব্রাহীম, সম্পাদক পরিষদ পাবনার সভাপতি আব্দুল মতিন খান, নিরাপদ সড়ক চাই পাবনা জেলা শাখার সভাপতি খন্দ. গোলাম হাসনাইন কোয়েল , হৃদয়ে পাবনার আহ্বায়ক আর কে আকাশ প্রমূখ।
দিবসটি উপলক্ষে পাবনা জেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই পাবনা জেলা শাখা সপ্তাহব্যাপী পাবনার বিভিন্ন সড়কে যানবহনে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা মূলক লিফলেট ও স্টিকার বিতরণ করে।