পাবনায় ড্যাফোডিলের আইটি বিভাগের শ্রেষ্ঠ উদ্যোক্তা পুরস্কার ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত
সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
ডিজিটাল বাংলাদেশ গড়ার কর্মসূচির অংশ হিসেবে পাবনায় ড্যাফোডিল ইনফরমেশন টেকনোলজি ফাউন্ডেশনের আইটি বিভাগের শ্রেষ্ঠ উদ্যোক্তা পুরস্কার ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০ টায় স্থানীয় দাওয়াতবাড়ী রেস্টুরেন্ট মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শাখার ৮০ জন প্রশিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।
চাটমোহর উপজেলার ছাইকোলা উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্যদেন,শহীদ বুলবুল সরকারি কলেজের সহকারি অধ্যাপক ও পদার্থ বিদ্যা বিভাগীয় প্রধান হারুনুর রশীদ, ড্যাফোডিল ইনফরমেশন টেকনোলজি ফাউন্ডেশনের চেয়ারম্যান সোহেল আহম্মেদ,আঞ্চলিক পরিচালক আজিজ আহম্মেদ চৌধুরী প্রমুখ। পরে ড্যাফোডিল ইনফরমেশন টেকনোলজি ফাউন্ডেশনের আইটি বিভাগের ২০১৯’’এর শ্রেষ্ঠ উদ্যোক্তা পুরস্কার সহ ৩০ জন শিক্ষার্থীর হাতে সার্টিফিকেট প্রদান করা হয়। এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবৃতি শিল্পী স্বাধীন মজুমদার।