পাহাড়ী বনলতা
পাহাড়ী বনলতা
— সেলিনা জাহান প্রিয়া
পাহাড়ী বনলতার মতোআষ্টে পৃষ্টে জড়িয়ে
প্রকৃতির মাঝে খোঁজে গো আপন অভিসারে ,
শরতে মোর কাশফুল রঙ আমাতে মেলেছে,
আমার অবুঝ অভিমান বাতাসে দুলে ডানা!
ভোরের শিশির সাদা মেঘের মেলায় স্বপ্ন হাসে
প্রহর শেষে ঝরা শিউলির গাঁথা মালায় গন্ধ
আপন করো নিও অঞ্জলির প্রার্থনা সেই সুভাসে
স্নিগ্ধ শিশিরে আমি পাহাড়ি বনলতা তোমার তরে !
কসুম কাননে শ্যামলে তোমার চরণ আপন ধূলা,
আমি আল্পনায় গেথে যাই পাহাড়ী বনলতার মালা
তোমার আকুল অভিমানে আমি ব্যাকুল প্রিয়া
পরানে বাজে ঝরা ফাগুনের সুর সানাই বেহালা !
আমার সবটুকু তোমায় দিলাম অরন্য তোমাকে
কাশফুলে সাজুক পাহাড়ী বনলতার সুর ছন্দে হে
আমি মেতেছি খেলায় তোমার অনুরাগের প্রেমে,
পদ্ম নীল জলে এসো এক সাথে গাঁথি জীবন মালা ।
তোমার তরে এই কাশবনে আমার প্রেম উপহার ,
আমার খেয়ালি প্রেমের সম্ভার তম তুমি ভেবে !
ফুরাবে না কবিতা পাহাড়ী বনলতা মেয়ের
তোমায় ভেবে করেছি বেলা শেষ খুনসুটি খেলা !