পাবনায় পিআইবি’র টেলিভিশন সাংবাদিকদের প্রশিক্ষণ সম্পন্ন
সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টেলিভিশন সাংবাদিকতা নিয়ে পাবনায় তিনদিন ব্যাপি ‘পিআই বি’র প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। আজ সোমবার দুপুরে পাবনা সার্কিট হাউস ভিআইপি সেমিনার হল রুমে টেলিভিশন সাংবাদিকতা’র প্রশিক্ষণ সমাপনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম (বিপিএম,পিপিএম)। এ অনুষ্ঠানে সভায় প্রধান পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ।
এ সময় পুলিশ সুপার পাবনা জেলা’র সকল টেলিভিশন সাংবাদিকদের তার বক্তব্যেয় বলেন, সাংবাদিকতা হচ্ছে মহত পেশা, সাধারণ মানুষের মাঝে সঠিক খবর পরিবেশনের ভূমিকা লাভ করেন সাংবাদিককেরা, তাই টেলিভিশন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে আরো দক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ভূমিকা রাখবেন।
পিআইবি’র মহাপরিচালক বলেন, বর্তমান সরকার সাংবাদিক বান্ধব সরকার, তাই সরকারি ভাবে বেসরকারী টেলিভিশন সাংবাদিকদের পিআইবি’র মাধ্যমে প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি কণ্যাণ ফান্ড সহযোগিতা করছেন। আগামী নতুন প্রজন্মের সাংবাদিক দক্ষ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ভূমিকাও রাখবে এই পিআইবি’র টেলিভিশন সাংবাকিকতা’র প্রশিক্ষণের মাধ্যমে।
সমাপনী অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি ও পাবনা সাংবাদ পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, বৈশাখী টেলিভিশন উপদেষ্টা জুলফিকার আলী মানিক, পিআইবি’র প্রতিবেদক জিলহাজ নিপুন, পিআইবি’র কর্মরত সাইফুল মন্ডল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন এর সঞ্চালনায় সামাপনী অনুষ্ঠানে পাবনা’র ৩৫ জন টেলিভিশন সাংবাদিক ও ক্যামেরাপারসন এর হাতে টেলিভিশন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সনদপত্র তুলে দেন পিআইবি’র মহা পরিচালক জাফর ওয়াজেদ।