পিডিবিকে উৎকোচ না দেয়ায় গোপালপুরে আঁধারে চার গ্রাম
মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলে পিডিবিকে উৎকোচ না দেওয়ায় গোপালপুরে প্রায় একমাস ধরে আঁধারে রয়েছে চার গ্রাম। গ্রামগুলো হচ্ছে উপজেলার দৌলতপুর, আলমনগর, মনতলা ও বড়ভিটা।
জানা যায়, ভূঞাপুর পিডিবির সাব-স্টেশনের আওতাধীন একটি ট্রান্সফরমার বিকল হওয়ায় ওই চার গ্রামে প্রায় এক মাস ধরে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। এই ট্রান্সফরমারের অধীনে এসব গ্রামে ২ শতাধিক গ্রাহক রয়েছে। বিকল হওয়া ট্রান্সফরমারটি সচলের জন্য ভূঞাপুর পিডিবি মোটা অঙ্কের উৎকোচ দাবি করেন বলে গ্রামবাসীদের অভিযোগ। এ উৎকোচ না দেয়ায় অন্ধকারেই থাকতে হচ্ছে তাদের।
ভূঞাপুর পিডিবির উপ-সহকারি প্রকৌশলী পূর্ণ চন্দ্র পাল উৎকোচের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘ট্রান্সফরমার বিকলের বিষয়টি নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়েছে। খুব দ্রুত এটি সচল করা হবে।’