পুলিশ-বিএনপি সংঘর্ষে এসআইসহ আহত ৯
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেজা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডের প্রতিবাদে টাঙ্গাইলের গোপালপুরে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে এসআইসহ ৯ জন আহত হয়েছেন। বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে ২২ রাউন্ড শট গানের গুলি ছোড়ে পুলিশ।
শুক্রবার দুপুর আড়াইটায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে পৌরশহরের আভঙ্গী মোড়ে সমাবেশ শুরু করে। পুলিশ বাধা দিলে ধাওয়া, পাল্টা ধাওয়া শুরু হয়।
ওসি হাসান আল মামুন জানান, নাশকতার আশঙ্কায় সমাবেশে বাঁধা দিলে বিএনপির কর্মীরা পুলিশের উপর চড়াও হয়। তাদের হামলা ও ইটপাটকেল নিক্ষেপে এসআই আবদুল হাইসহ চার পুলিশ আহত হয়। এদের মধ্যে মাথায় গুরুত্বর আঘাত পাওয়া কনস্টেবল শাহীন আলমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপি কর্মী লাবলু মিয়া, ইসমাইল হোসেন ও ফিরোজ আহমেদকে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম রুবেল জানান, পুলিশ শান্তিপূর্ণ সমাবেশে বাঁধা দিলে কর্মীরা উত্তেজিত হয়। তখন তাদের উপর লাঠিচার্জ শুরু করলে উত্তেজনা দেখা দেয়। পুলিশের হামলায় তিন কর্মী আহত হয় বলে তিনি দাবি করেন।
কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।