সামান্তা’র কবিতা – প্রবারণা পূর্ণিমা
প্রবারণা পূর্ণিমা
-সামান্তা
ভরা পূর্নিমায় যেন মৃত্যু হয় আমার
এই একটি চাওয়াই আমার জীবনের কাছে
চারদিক ভাসিয়ে নেওয়া পূর্নিমার আলোয়
আমি আর আমার আত্মা
ভেসে যাবে অনন্তের পথে….
এটুকুই কেবল চাওয়া আমার।
তোমার হাত ধরে কত পূর্নিমা আমি
উপভোগ করেছি আর সুখে ভেসেছি।
পূর্নিমার আলো আমায় গৃহহীন হবার মত নেশাগ্রস্হ করে দেয়।
বলেছিলাম তোমায় সে কথা হাজার বার।
এক ভরা পূর্নিমায় তুমি আমায় হত্যা করেছো।
এক ভরা পূর্নিমায় তুমি আমায় চীরতরে শেষ করেছো।
কি করে তোমায় কৃতজ্ঞতা জানাই বল…?
তুমি যে আমার শেষ ইচ্ছে পূরণ করেছো।
এক ভরা পূর্নিমায় তুমি আমায় গৃহহীন করেছো।
ভালবাসা হয়তো এমন ই হয় ….!
তাইতো তুমি আমার স্বপ্ন পূরণ করেছো।
এই মৃত আমি কেবল ছায়া হয়ে
তোমায় ভালবেসে যাই….!
চারদিকে তোমার সুবাস ছড়াই,
ঋণ শোধ করি তোমার ভালবাসার….!