মোঃ আরিফুল ইসলাম এর কবিতা- প্রবাসী
প্রবাসী
মোঃ আরিফুল ইসলাম
যাদের হাড়ভাঙ্গা পরিশ্রমে স্বজনের মুখে হাসি,
তারা মোদের আপনজন ভিনদেশে প্রবাসী।
মাথার গাম পায়ে ফেলে উপার্জন করেন টাকা,
আপনজনদের দুরে রেখে কষ্টে থাকেন একা।
রোদ ঝড় বৃষ্টিতে কঠোর পরিশ্রম,
দিন নাই রাত নাই চলছে অবিরাম।
তাদের প্রেরিত রেমিটেন্সে হচ্ছে দেশের উন্নয়ন,
অথচ তাদেরকে করা হচ্ছেনা যথার্থ মুল্যায়ন।
ভীনদেশে থেকে সচল রাখছেন দেশের অর্থনীতির চাকা,
রিজার্ভের অধিকাংশই তাদের প্রেরিত টাকা।
অথচ সেই তাহারাই আজ সামাজিক লাঞ্চনার শিকার,
এটাই কি তাদের কষ্টের পুরস্কার?
তারা কেউ ভিনদেশী নয় এ দেশেরই সন্তান,
অর্থ উপার্জনে তাদের প্রবাসে প্রস্থান।
তারা এ যুগের মুক্তিযোদ্ধা দেশ গড়ার কারিগড়,
তাদের ভাল রাখলেই দেখা মিলবে সোনার বাংলার।
৭১এর মুক্তিযোদ্ধারা দিয়েছিলেন বাঙালী জাতির মুক্তি,
প্রবাসী ভাইয়েরা দিয়েছেন এ জাতির অর্থনৈতিক মুক্তি।
প্রবাসিদের কল্যানেই মোরা একটি শক্তিশালি অর্থনীতি পেলাম,
তাই সকল প্রবাসী ভাইদের আমার স্বশ্রদ্ধ ছালাম।।