সৈয়দপুর শহরের ফুটপাত রক্ষায় ক্যাম্পেইন
এস কে রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
সৈয়দপুর উপজেলা প্রশাসন “পথচারীদের জন্য ফুটপাথ” ক্যাম্পেইন কর্মসূচি গ্রহন করেছে।
ক্যাম্পেইন কর্মসূচি উপলক্ষে আজ প্রথম দিন: সকাল ১১ টায় সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে সকল সামাজিক সংগঠন, সুশীল সমাজ, সাংবাদিকবৃন্দের উপস্হিতিতে ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
সবার উপস্হিতিতে স্কুলের শিক্ষার্থী কর্তৃক বঙ্গবন্ধু সড়ক-শেরে বাংলা সড়ক-শহীদ ডা: জিকরুল হক সড়ক এর বিভিন্ন দোকানে লিফলেট বিতরন এবং মাইকিং এর মাধ্যমে লায়ন্স স্কুলের সামনে এসে প্রথম দিনের কর্মসূচি শেষ হয়েছে।
দ্বিতীয় দিনে (১১ অক্টোবর) ১ম দিনের প্রচারণার ফলাফল পর্যবেক্ষণ।
তৃতীয় দিনে (১২ অক্টোবর) সকাল ১১ টায় স্মৃতি অম্লান চত্বর হতে শুরু হয়ে কলিম মোড় হয়ে শহীদ জহুরুল হক সড়ক দিয়ে শহীদ ডা: শামসুল হক সড়ক হয়ে সৈয়দপুর থানা পর্যন্ত বিভিন্ন দোকানে লিফলেট বিতরণ ও সচেতনামূলক প্রচারণা।
চতুর্থ দিনে তৃতীয় দিনের প্রচারণার ফলাফল পর্যবেক্ষণ।
৫ম দিনে সকাল ১১টায় সৈয়দপুর পৌরসভার সামনে শুরু হয়ে টি আর রোড দিয়ে শহীদ ডা: জিকরুল হক রোড দিয়ে প্রেস ক্লাবের সামনে প্রচারণার শেষ হবে।
ষষ্ঠ দিনে ৫ম দিনের প্রচারণার ফলাফল পর্যবেক্ষণ এবং পরবর্তী কর্মপন্থা নির্ধারণ।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বজলুর রশিদ জানান- ফুটপাত রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।