বইমেলার ৮ম দিন বই পড়া নিয়ে কৃষিবিদদের সাথে আলোচনা

 

নিজস্ব প্রতিনিধি  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বই মেলার  ৮ম দিন ছিলো ক্রেতা ও দর্শকদের উপচে পড়া ভীড়। দিন যতই গড়িয়ে যাচ্ছে ততই  মেলা প্রাঙ্গণ প্রানবন্ত হয়ে উঠছে। বই পড়া নিয়ে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে গতকাল ছিল কৃষিবিদদের আলোচনা। সন্ধ্যা সাড়ে ৬ টায় বই মেলা মঞ্চে সভায় অংশ গ্রহণ করেন পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বিভুতি ভুষন সরকার, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ খয়ের উদ্দিন মোল্লা, কৃষিবিদ আব্দুল লতিফ, কৃষিবিদ মাসুম বিল্লাহ, প্রগতিশীল কৃষক আব্দুল লতিফ খান ও দোতালা কৃষির উদ্ভাবক কৃষিবিদ অধ্যাপক জাফর সাদেক। সভা সঞ্চালনা করেন অ্যাড: মোসফেকা জাহান কনিকা ও ড.হাবিবুল্লাহ।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সম্পাদক আব্দুল মতীন খান প্রমুখ। এছাড়া মেলা মঞ্চে শিশু একাডেমী সঙ্গীত,সোনার বাংলা মা একাডেমি নৃত্য, সঙ্গীত বিদ্যবিথী সঙ্গীত, চিকনাই সৌখিন শিল্পী গোষ্ঠী বাউল সঙ্গীত এবং মানবাধিকার নাট্য পরিষদ নাটক মঞ্চস্থ হয়।

কৃষিবিদদের আলোচনা সভায় বক্তারা বলেন, কৃষি উন্নয়নে বই পড়ার অভ্যাস ব্যাপক ভুমিকা রাখে। যুগের সাথে তাল মিলিয়ে কৃষির ফলন বৃদ্ধি করতে হলে কৃষি শিক্ষা বেশ সহায়ক ভুমিকা রাখে। কৃষকদের শুধু কৃষি ভিত্তিক বই পড়লেই চলবে না, পাশাপাশি অন্যান্য বইও তাদের অধ্যায়ন করতে হবে। কারণ বই পড়া ছাড়া কোন জাতি এগিয়ে যেতে পারে না। কৃষির আধুনিকায়নে বই পড়ার কোন বিকল্প নাই।

গতকাল মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, মাসব্যাপী বই মেলার দিন যত বাড়ছে, ততই নবীন ও প্রবীন লেখকদের নতুন নতুন বইয়ের আত্মপ্রকাশ ঘটছে। অনেকেই তাদের পরিবারসহ বই মেলায় এসে বই ক্রয় করছেন। পিতা-মাতা কিনছেন তাদের প্রয়োজনীয় বই এবং ছোটরা কিনছে ছড়া, কার্টুন, ভুতের গল্পসহ বিভিন্ন শিশুতোষ বই।

Pabna-boi-mela-song-pic

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!