মোঃ সেলিম হোসেন এর কবিতা-বধু
বধু
মো. সেলিম হোসেন
মনও অখিল পূর্ণ হলো
তব দেখা পেয়ে,
হৃদয় ব্যোমে অাছ তুমি
তারার ন্যায় ছেয়ে।
অমরাবতী রঙ্গনের সুবাস যেনো
তোমা থেকে পাই,
কজ্জল কালো নেত্র দেখে
মম্ ভুলে যাই।
অর্ক রশ্মি তমিস্রা হয়
ছড়ালে তব অলক,
তোমায় দেখে পড়ে না-গো
হৃদয় অক্ষি পলক।
শাখে শাখে পুস্প কোলে
যেথা দেখি চেয়ে,
সব স্থানেই দেখি তোমায়
ও গো লক্ষি মেয়ে।
গানে গানে বলে লোকে
তুমি ধরণীর বিধু,
জানি না গো কবে তুমি
হবে মোর বধু।