সৈয়দপুরে বিশ্ব বন্য প্রাণি দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

 

 

এস কে রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
‘বাঘ গোত্রীয় প্রাণিরা বিপদাপন্ন, এদর রক্ষায় এগিয়ে আসুন’- এবারের প্রতিপাদ্যে বিশ্ব বন্য প্রানি দিবসে নীলফামারীর সৈয়দপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ মার্চ) বেলা ১১টায় ওই শোভাযাত্রাটি সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে ওই প্রতিষ্ঠান চত্বরে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেতুবন্ধন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন সভায় সভাপতিত্ব করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদ, সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাজিব উদ্দিন বাবু, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড ঠাকুরগাঁও শাখার এভিপি ব্যবস্থাপক জি এম কামরুল হাসান, সাংবাদিক এম আর আলম ঝন্টু, ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু, বাঁশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি জোবায়দুর রহমান শাহীন, সেতুবন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা রইজ উদ্দিন রকি প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক মোরসালিন সুমন।

28694072_10208753206827722_1464887786_o
অনুষ্ঠানে পাখি বিষয়ক কুইজ প্রতিযোগিতার মাধ্যমে তিন জনকে পরিবেশ বান্ধব মাল্টার চারা উপহার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন শিক্ষার্থী মিমি, সিফাত ও তানিয়া। পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করেন শিক্ষক আব্দুল্লাহ-আল কাফি।

3


কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!