ঘাটাইলে বর্নাঢ্য আয়োজনে মে দিবস পালিত
এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় মে দিবস ও আর্ন্তজাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঘাটাইল শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আজ সকালে র্যালীটি ঘাটাইল কলেজ মোড় চত্বর থেকে শুরু হয়ে ঘাটাইলের বিভিন্ন সড়ক প্রদক্ষীন করে আবার কলেজ মোর গোলচত্বরে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু, পৌর মেয়র শহীদুজ্জামান খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্মা আহ্বায়ক ইঞ্জিঃ মাসুদুর রহমান আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল হালিম রনি, লুৎফর রহমান, শ্রমিক ফেডারেশনে সাধারন সম্পাদক রনি তালুকদার, আইন বিষয়ক সম্পাদক শিবলী সাদিক, এজিএস রঞ্জু আহম্মেদ প্রমুখ।
বক্তারা বলেন শ্রমিক হচ্ছে যেকোনো দেশের বড় সম্পদ। শ্রমিকের শ্রমের বিনিময়ে গড়ে উঠে একটি দেশের ভবিষ্যত। সেজন্য শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সকলকে ঐক্যবদ্ধ ভাবে ঐক্য গড়ে তুলতে হবে। অনুষ্ঠানপরিচালনা করেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও জি বি জি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের ভিপি আবু সাইদ রুবেল।
এছারাও উক্ত অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন পেশার শ্রমিক বৃন্দ। আলোচনা অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।