সেলিনা জাহান প্রিয়ার কবিতা- বলে দাও প্রিয় কথা
বলে দাও প্রিয় কথা
—সেলিনা জাহান প্রিয়া
বলে দাও লিখে দাও জানিয়ে দাও সেই প্রিয় কথা
যা শুনিবার তরে কেটে গেছে কত নিশি রজনী বেলা,
প্রভাত দুপুর বিকেল সন্ধ্যা রাত জানা অজানা সময়
বলে দাও সেই প্রিয় কথা অপ্রিয় হলে তা চিরন্তন কথা।
ঘুম কি জানিনা ভাবনা দোল খায় মনে আঙিনায়
অজানা ভয় শিহরিত অনুভবে ভয়ে লিখা চিঠি
সারাক্ষন একই প্রশ্ন জাগে মনে কিভাবে বলে
আমার লেখা তরী ভাসবে কি তার হৃদয়ের স্রোতে ?
থমকে যায় জিবনের ভাল লাগা কবিতা্র লাইন
যখন দেখি তোমায় নীরবতা একা একা পথ চলা
বুঝি আমার ভালবাসা এভাবে যাবেনা তোমায় বলা
তুমি শুনবে না জানি ,থমকে যাবে,ভাববে পুতুল খেলা ?
মুখের ভাষায় নাই তুমি বললে ,বলে দাও তুমি দুনয়নে
ভাগ্য লিখা বিধাতার হাতে তবু এইটুকু প্রসাদ দাও মনে,
বলে দাও আমায় সেই প্রিয় কথা আমাকে একটু ইশারায়
ব্যাকুল মন দক্ষিণা বাতাসে তোমার ঘরের জানালায় দারিয়ে।
কখনও ভাবি আমিই বলব কাজল পরেছি তোমার জন্য নয়নে
হোক যা হওয়ার আছে ভাগ্যে একটা মন সপে দিব তোমাকে
নিশ্চুপ রই অবশেষে, লাজুক মন রাতের আধারে আলেয়া হয়ে
নিশিতে আলো জ্বেলে দাড়িয়ে অজানা এক ভীতিতে তোমার পথে
বলে দাও একবার সেই প্রিয় কথা আমাকে যা দেখি তোমার চোখে !!