বাংলাদেশ প্রতিদিন ও ভোরের কাগজের সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
নাজমুস সাকিব মুন, পঞ্চগড় জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দেশের অন্যতম জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও ভোরের কাগজের সম্পাদকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছে বেশ কয়েকটি সংগঠন।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় শের-ই-বাংলা পার্ক সংলগ্ন মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
পঞ্চগড় জেলা প্রেসক্লাব ও নাগরিক চিন্তা পঞ্চগড়ের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীসহ পঞ্চগড়ের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সভাপতি আনিস প্রধান, সাধারণ সম্পাদক মো. শাহজালাল, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল আলম, জ্যেষ্ঠ সাংবাদিক শহিদুল ইসলাম শহীদ, বোদা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম। এ সময় বক্তারা অবিলম্বে বাংলাদেশ প্রতিদিন ও ভোরের কাগজের সম্পাদকের নামে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।
কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।