বাংলাদেশে থাকার জায়গা চান কাজী নজরুলের নাতনি
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
বাংলাদেশে থাকার জন্য এক টুকরো জায়গা চেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছোট ছেলে কাজী অনিরুদ্ধর ছোট মেয়ে অনিন্দিতা কাজী। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গত বছর একটি লিখিত আবেদনও করেছেন বলে জানান কবির নাতনি।
শনিবার (২৯ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আগামী ১ মে লাখো কণ্ঠে ‘বিদ্রোহী’ কবিতাটি আবৃত্তি উপলক্ষে সংবাদ সম্মেলনটির আয়েজন করা হয়।
এ সময় অনিন্দিতা কাজী বলেন, প্রায়ই দাদুকে কেন্দ্র করে নানা উপলক্ষে আমাদের বাংলাদেশে আসতে হয়। এখানে এসে থাকতে হয় অন্যের বাড়িতে। এ জন্য অনেক সময় আসতে পারি না, থাকার জায়গার অভাবে মাকে নিয়ে আসতে পারিনা। এমনিতে অনেকেই তাদের বাসায় নিমন্ত্রন করেন। কিন্তু তারপরেও স্থায়ীভাবে থাকার জন্য একটা ব্যবস্থা করে দিলে আমরা সবাই এসে থাকতে পারি।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে তার লিখিত আবেদনের বিষয়ে কবির নাতনি বলেন, আমরা প্রধানমন্ত্রীকে অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি। তিনি এ বিষয়ে অনেক আন্তরিক আমার বিশ্বাস। উনি অনেক ব্যস্ত থাকেন, হয়তো ভুলে গেছেন। আমার মনে হয় ওনাকে একটু মনে করিয়ে দিলে কাজটি হয়ে যাবে।
বাংলাদেশে নিজেদের একটু জায়গা থাকাটা আবেগের ব্যাপার উল্লেখ করে অনিন্দিতা বলেন, এটা শুধু আবেগ। জায়গা না পাওয়াতে কোনো ক্ষোভ নাই। তবে একটা অভিমান আর কি।