মোঃ আরিফুল ইসল এর কবিতা- বারী সিদ্দিকী
বারী সিদ্দিকী
-—-মোঃ আরিফুল ইসলাম
চলে গেলেন সুর যাদুকর
প্রিয় বারী সিদ্দিকী,
তাঁর বিরহে বুকের মাঝে
বাঝে ধিকিধিকি।
তাঁর বাশিঁর সুর করতো দুর
মনের যত জ্বালা,
তাঁর দেহপাত চোখ অশ্রুপাত
অন্তর পুড়ে কালা।
তাঁর গানের তান হৃদ কাড়া টান
করতো মনোমুগ্ধ,
তাঁর দেহান্তর চুরমার অন্তর
হয়েছি বাকরুদ্ধ।
বাঁশির যাদু সুরের মধু
করতো পাগল পাড়া,
আজ চোখে জল করে টলটল
খিন্ন তুমি ছাড়া।
সইবো কেমনে রইবো কেমনে
তোমার বিয়োগ ব্যাথা,
মনের মাঝে থাকবে গেঁথে
তোমার গানের কথা।
সারা বিশ্বে অগণিত
ভক্ত অনুরাগি,
পাগল পাড়া কেঁদে সাড়া
শুধু তোমার লাগি।