টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রয় হারিয়ে দোকান ঘরে- আহত ১০
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের মির্জাপুরে আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রয় হারিয়ে মহাসড়কের পাশের একটি ফার্মেসীসহ তিনটি দোকান ঘরের ভেতর ঢুকে পড়ে। সেই সময় এই ঘটনায় দোকান মালিকরা প্রাণে রক্ষা পায়। কিন্তু সেই সময় আহত হয়েছেন বাসের ১০জন যাত্রী। আহত যাত্রীদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে তাদের ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জামালপুর থেকে ছেড়ে আসা অতিরিক্ত যাত্রী বোঝাই ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার সীমান্তবর্তী স্কয়ার এলাকায় মহাসড়কের পাশের একটি ফার্মেসী ও দুইটি মোদী দোকানে ঘরে ঢুকে পড়ে। এ ঘটনায় হাফসা ফার্মেসীর মালিক মুক্তার হোসেন, মুদী দোকানদার সিরাজ ও মোস্তফা ভুঁইয়া প্রাণে রক্ষা পেলেও তিনটি দোকানের প্রায় ৪/৫ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানিয়েছেন।
এই ঘটনার খবর পেয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমিন আহত যাত্রীদের দেখতে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে যান।
এ ব্যাপারে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা ওসি মো. খলিলুর রহমান পাটোয়ারী সাংবাদিকদের বলেন আহত যাত্রীদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়েছে।