নীলফামারীতে ৩৮ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’-এ স্লোগানে নীলফামারীতে জেলা প্রশাসনের আয়োজনে ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে।
শনিবার (২০ মে) সকাল ১০টার দিকে নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মজিবুর রহমান ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলামের সভাপতিত্বে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারন সম্পাদক ডা. মজিবুল হাসান চৌধুরী, কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম মো. ফারুক ইসলাম, নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নূর মো. আনিসুল ইসলাম চৌধুরী, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেরা বানু, পুলিশ লাইনস স্কুলের প্রধান শিক্ষক প্রহলাদ চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ৩৫টি স্টল স্থান পেয়েছে। ২৩ মে বিকেলে সমাপনী অনুষ্ঠান হবে বলে জানান আয়োজকরা।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।