শ্রমিক সংকটে বিপাকে ঘাটাইলের কৃষকরা।।
এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
শ্রমিক সংকটে বিপাকে পড়েছে ঘাটাইলের কৃষকরা। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রধানত কৃষি নির্ভর অঞ্চল। এখানে মুলত ধান চাষ কৃষকদের প্রধান চাষযোগ্য ফসল। সব থেকে বেশি ধান চাষ হয় বিভিন্ন বিল ও ঝিলে। বিভিন্ন বিলের ধান সবার আগেই পেকে যায়। কিন্তু বৈশাখ মাসে এসব ধান কাটার উপযোগী হলে যথাসময়ে শ্রমিক না পাওয়া ও প্রাকৃতিক দুর্যোগ থাকায় ধান কাটা সম্ভব হয়না। এতে করে অধিকাংশ ধান অত্যাধিক পেকে ঝড়ে পড়ে যায়। এতে করে ব্যাপক ক্ষতির সম্মুক্ষীন হয় স্থানীয় কৃষকরা। এসব সমস্যার মধ্যে আরও বাড়তি দুশ্চিন্তার ভাজ ফেলে দিয়েছে ব্লাস্টরোগ ও বৃষ্টি। যার ফলে কৃষকের চারোদিক যেন অন্ধকারে ছেয়ে গেছে ৷এবার আংশিক বৃষ্টিতে সারাদেশের ন্যায় ঘাটাইলেরও বিভিন্ন স্থানে পানিতে তলিয়ে গেছে শত শত বিঘা জমির ধান। ইতিমধ্যে অনেক ফসল পচেগেছে ও ব্লাস্টরোগে আক্রান্ত হয়ে ফসলি জমির ধান নষ্ট হচ্ছে। কৃষকরা জানান, বিভিন্ন কারনে এবার লক্ষ্যমাত্রার থেকে কম ধান পাবেন তারা। তবে যে ধান গুলো পেকে গেছে সেগুলোও শ্রমিক সংকটে কাটা সম্ভব হচ্ছে না। কিছু কিছু শ্রমিক দেশের বিভিন্ন স্থান থেকে আসলেও তাদের নিয়ে হচ্ছে টানাটানি। এবং শ্রমিকরাও ধর কষছেন মোটা অংকের। তারাও পারিশ্রমিক নিচ্ছে দৈনিক ৫০০টাকা থেকে ৭০০টাকা পর্যন্ত। এত বেশি টাকা দিয়ে ধান কাটার ফলে লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। প্রতি মন ধানের মুল্যে পাচ্ছেন ১জন শ্রমিক। এত টাকা শ্রমিক মুজুরী সত্বেও কৃষকরা চান তবু যেন ফসল বাড়িতে তুলতে পারেন। তবু পাচ্ছেন না শ্রমিক। এতে করে চরম বিপাকে ঘাটাইলের কৃষকরা।