নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত
সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
‘প্রাণের স্পন্দনে প্রকৃতির বন্ধনে’ এই প্রতিপাদ্যে নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসক মো. খালেদ রহিম অফিস চত্বরে ১টি গাছের চারা লাগিয়ে এ দিবসের শুভ সূচনা করেন।
সোমবার (৫ জুন) সকালে জেলা প্রশাসক চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে ১টি করে ফলজ ও বনজ গাছের চারা বিতরণের মধ্য দিয়ে ‘পরিবেশ রক্ষায় গাছ লাগান পরিবেশ বাঁচান’ সহ বিভিন্ন শ্লোগানে একটি বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে।
উক্ত র্যালীতে অংশগ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক এ.জে.এম এরশাদ আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহম্মদ আতিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ অনেকেই।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।