এম এস ইসলাম আকাশ এর কবিতা- বিশ্বাস ছিল হৃদয়ে
বিশ্বাস ছিল হৃদয়ে
——————— এম এস ইসলাম আকাশ
সেদিন হাত বাড়িয়েছিলাম
ফিরিয়ে দিয়েছিলে
পেয়েছিলাম এক রাশ শূন্যতা
মুশরে পরিনি যদিও ছিল কষ্টের নিবিঢ়তা।
তারপর ও পথ মাড়াইনি অনেকদিন
পদ্মা মেঘনায় গড়িয়েছে অনেক জল
ঘড়ির কাটা চলেছে বিরতিহীন
আমার স্বপ্নগুলো হয়ে গেছে ক্রমেই বর্ণহীন।
শুধু কষ্টের কালো মেঘ
দাবড়ে বেড়িয়েছে মনের আকাশ জুড়ে,
দোমড়ানো মোছড়ানো তবু টিকে আছি
সতত হৃদয়ের কাছে থেকেছি বিশ্বাসী।
বিশ্বাস ছিল মনে
ভালবাসা সত্য হলে আসবে ফিরে,
হাজারও কষ্টেও নড়েনি ভীত
শত প্রলোভনেও গেয়েছি ভালবাসার গীত।
একদিন দুপুরের তপ্ত রোদে
হাটছিলাম একাকী আনমনে,
কেউ একজন ডাকল পেছন থেকে
তাকিয়ে দেখি তুমি – শিহরন জাগে বুকে।