নওগাঁর নিয়ামতপুরে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন
ভূপাল চন্দ্র রায়, নওগাঁ জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
নওগাঁর নিয়ামতপুরে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। সরকার এবারে প্রতি কেজি বোরো ধান কিনবে ২৭ টাকা দরে। বুধবার বেলা সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফরিদ আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা সরকার, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার আমীর আব্দুল্লাহ মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ বজলুর রহমান নঈম, পাড়ইল ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা, চন্দননগর ইউনিয়ন চেয়ারম্যান বদিউজ্জামান বদি, নিয়ামতপুর ও শিবপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা যথাক্রমে মো. মাহফুজ আল আসাদ ও লুইস মুর্মুসহ আরো অনেকে।
এবারে নিয়ামতপুর উপজেলায় (নিয়ামতপুর ও শিবপুর খাদ্য গুদাম) ২ হাজার ৮৭২ মেট্রিক টন বোর ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ২৭ টাকা দরে বোরো ধান সংগ্রহ চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।