বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হক আর নেই
অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হক মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
রবিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে তিনি একই হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) লাইফ সাপোর্টে ছিলেন।
তিনি দীর্ঘদিন থেকে উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টসহ কয়েকটি রোগে আক্রান্ত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় সেখান থেকে তাকে ছেড়ে দেয়া হয়েছে। এর পর তাকে বাংলাদেশে এনে ঢাকার ইউনাইটেড হাসাপাতালে ভর্তি করা হয়।
ব্যারিস্টার আমিনুল হক রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসন থেকে বিএনপির মনোনয়নে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯১ থেকে ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের আগ পর্যন্ত এমপি ও মন্ত্রী ছিলেন। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিএনপি সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন।
প্রবীন আইনজীবী ব্যারিস্টার আমিনুল হক এর প্রথম জানাজা ইউনাইটেড হসপিটালে ১২:১৫ মিনিটে অনুষ্ঠিত হয়।
২য় জানাজা হাইকোর্ট প্রাংগনে যোহর নামাজের পর, ৩য় জানাজা সংসদ ভবন প্রাংগনে ৪:০০ টায় এবং ৪র্থ জানাজা বিএনপি অফিসের সামনে আসর নামাজের পর অনুষ্ঠিত হয়।
আগামী মজ্ঞলবার গোদাগাড়ী তে শেষ জানাজা অনুষ্ঠিত হবে।