ভিয়েতনাম যাচ্ছেন নৌমন্ত্রী শাহজাহান খান
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডি.কম
আজ রাতে নৌমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে সংসদীয় স্থায়ী কমিটির একটি প্রতিনিধি দল আজ রাতে ভিয়েতনাম যাচ্ছেন।
ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার বিভিন্ন বন্দর পরিদর্শনের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল আজ রাতে ভিয়েতনামের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সোমবার নৌ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিনিধিদল ৪ থেকে ৬ জানুয়ারি ভিয়েতনামে এবং ৬ থেকে ৮ জানুয়ারি ইন্দোনেশিয়ায় বিভিন্ন বন্দর পরিদর্শন ও সরকারি কর্মসূচিতে অংশ নিবেন। মন্ত্রী ৮ নভেম্বর রাতে দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
প্রতিনিধিদলের সদস্যরা হলেন- সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, সংসদ সদস্য রনজিত কুমার রায়, সংসদ সদস্য মোঃ হাবিবুর রহমান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ খালেদ ইকবাল, সংসদ সচিবালয়ের উপ-সচিব কল্লোল কুমার চক্রবর্তী, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ আব্দুস সাত্তার, চট্টগ্রাম বন্দরের প্রধান নিরীক্ষা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল আলম এবং ডেপুটি ট্রাফিক ম্যানেজার (অপারেশন) এনামুল করিম।