শাহিন মামুন এর কবিতা- ভূখারী
ভূখারী
শাহিন মামুন
প্রভু! পৃথিবী নামক তোমার জমিনের বুকে
এতো খাদ্য-শস্যের ভার
আমি মানুষ কেন তবুও থাকি বল
সদা-ভূখা আর অনাহার?
জীর্ণ-শীর্ণ রোগে ভরা কেন আমার দেহখান
ক্ষুধার জ্বালায় আমি মানুষ কেন
এখন শুধুই এক হাড্ডিসার?
প্রভু! আমি মানুষ কেন পাইনা খেতে
তোমার পৃথিবীর বুকে?
দিনের পর রাত, রাতের পর ভোর
কেন থাকি বল প্রভু আমি ভূখা পেটে?
অতপর ক্ষুধার জ্বালায় কাগজ খেয়ে
কেন মিটাতে হয় আমার ক্ষুধার জ্বালা পেটের?
ধনীর খাবার পড়ে থাকে কেন বল
আবর্জনার স্তুপের ঐ ডাস্টবিনেরই মাঝে?
আমি মানুষ, মানুষ হয়েও কেন প্রভু
থাকি বল ভূখা পেটে?
জন্ম আমার মানুষ রুপে, নইতো আমি মানুষ
ধনীর রাজ্যের আমি যেন শুধুই এক কুকুর!
পথে পথে ঘুরেফিরি খাবার নাহি জোটে
জন্মই কি আমার আজন্ম পাপ
প্রভু তোমার এই পৃথিবীর বুকে?