ভোটের শেষ পর্যন্ত আ.লীগ প্রার্থীদের মাঠে থাকতে হবে: শেখ হাসিনা
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
রোববার অনুষ্ঠিত হতে যাওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু থেকে ফল না হওয়ার সময় পর্যন্ত আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের মাঠে থাকার নির্দেশ দিয়েছেন দলপ্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) বিএনপি-জামায়াতের হামলায় আহত দিনাজপুরের আওয়ামী লীগ নেতা ড. মাহবুবুর রহমানকে দেখতে গিয়ে এ নির্দেশ দেন তিনি।
শেখ হাসিনা বলেন, ‘ঐক্যফ্রন্ট বা বিএনপি; ওদের একটা চরিত্র আছে এ রকম- হয়তো নির্বাচন চলাকালীন মাঝপথে হঠাৎ বলবে; ইলেকশন করব না। আমরা প্রত্যাহার করে নিলাম।’
আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘সেক্ষেত্রে আমি বলব যারা প্রার্থী; অন্যান্য দলে প্রার্থী এবং আমাদের দলের প্রার্থী হয়েছে তাদের নির্বাচন চালিয়ে যেতে হেবে। প্রত্যেকটা ভোটকেন্দ্রে যারা আমদের প্রতিনিধি থাকবে, বা বাইরে থাকবে; তাদেরকে একেবারে ভোটের রেজাল্ট নিয়ে আসা না পর্যন্ত নির্বাচনটা চালাতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জোট আওয়ামী লীগের ওপর হামলা চালিয়ে, নিজেরাই সবার কাছে নালিশ করে বেড়ায়। জিতলে লেভেল প্লেয়িং ফিল্ড আছে আর হারলে তা নিয়ে প্রশ্ন তোলাই বিএনপির নীতি।
এসময় ফের ক্ষমতায় এলে সমৃদ্ধ দেশ গড়ার পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে ব্যবস্থা নেয়ার কথাও বলেন শেখ হাসিনা।