বেগম জিয়ার 3G বক্তব্য নিয়ে মন্ত্রী পলকের স্ট্যাটাসে সোশ্যাল মিডিয়া তোলপাড়

 

অনলাইন ডেস্ক  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে ‘ভিশন-২০৩০’ (ভিশন টুয়েন্টি-থার্টি) তে 3G নিয়ে বক্তব্য দেন। এর পর পর সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক 3G নিয়ে সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেন।

তিনি লিখেছেন,
খালেদা জিয়া নাকি ২০৩০ সালের মধ্যে দেশে 3G আনবে?
আগামী কয়েক মাসের মধ্যে দেশে 4G আসছে

এর পরপর ই শুরু হয় সমালচনার ঝড় ও হইচই শুরু হয়।

বেগম জিয়া তার বক্তব্যে বলেছেন ২০৩০ সালের মধ্যে দেশ থ্রিজি’র দেশ হবে।

এই থ্রি জি মানে-
GOOD POLICY
GOOD GOVERNANCE &
GOOD GOVERNMENT.

অর্থাৎ সুনীতি, সুশাসন এবং সু-সরকার।

অথচ সত্যটা হল ‘ভিশন-২০৩০’ (ভিশন টুয়েন্টি-থার্টি) ৮৪ নম্বরে লিখা ছিল, মোবাইল কোম্পানীগুলোর মাধ্যমে সারা দেশে বিশেষ করে মফঃস্বলে উচ্চ গতির 4G কভারেজ নিশ্চিত করা হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ভবিষ্যতে 4G বা তার চেয়ে উচ্চ গতির ইন্টারনেট কভারেজ নিশ্চিত করা হবে।

02

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!