মাদক বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে ০৩ জনকে অর্থদন্ডসহ কারাদন্ড প্রদান
অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
১৩ এপ্রিল ২০১৯ তারিখ ১৯১০ ঘটিকা হতে ১৯৩০ ঘটিকা পর্যন্ত র্যাব-১২, সিপিসি-২, পাবনা ক্যাম্পের একটি আভিযানিক দল কর্তৃক জনাব আহাম্মদ হোসেন ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট পাবনা এর উপস্থিতিতে পাবনা জেলার সদর থানাধীন হিমায়েতপুর এর কাশিপুর চেয়াম্যান পাড়া হইতে মাদক এর উপর মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ মাদক দ্রব্য ইয়াবা সেবন করা অবস্থায় (তাদের নিকট হতে অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলে ০৬ (ছয়) পিচ্ পাওয়া যায়) তাই তাদেরকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৯ ধারার ১ (গ) উপধারা এবং মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭ (২) ধারায় ধৃত আসামী ১। মোঃ রিপন খান, পিতা-মৃত শাহজাহান খান, সাংকাশিপুর চেয়াম্যানপাড়া, হেমায়েতপুর, ২। মোঃ আজাদ শেখ, পিতা- মোঃ আঃ হালিম, সাং- আটুয়া খাঁ পাড়া, ৩। মোঃ আশিক, পিতা- মৃত- আবুল কালাম, সাং চকছাতিয়ানি, সার্ব থানা- পাবনা সদর, জেলা- পাবনাদের প্রত্যেকে উক্ত আইনে ০৩ (তিন) মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা করে অর্থ দন্ড প্রদান করেন। অনাদায়ে আরো ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
উক্ত আসামীদেরকে জেলা কারাগার, পাবনায় প্রেরণ করা হয়েছে।