ঘাটাইলে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে ১৬ সেপ্টেম্বর (শনিবার) উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস (ডিএনসি)’র যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার মো. মাহবুব আলম পিপিএম ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু, পৌর মেয়র শহিদুজ্জামান খান, ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন পিপিএম, জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শামসুল আলম মনি, সাবেক পৌর মেয়র মো. হাসান আলী মিয়া, মুক্তিযোদ্ধা সংসদ ঘাটাইল উপজেলা শাখার সাবেক কমান্ডার তোফাজ্জল হোসেন, ঘাটাইল গণ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিস টাঙ্গাইলের সমন্ময়ক আলী হায়দার রাসেল প্রমুখ।

সমাবেশে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সকল কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠাণের শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, ইউপি চেয়ারম্যান ও ইউপির ওয়ার্ড সদস্যরা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে জেলা প্রশাসক বাংলাদেশ স্ক্রাউটস ঘাটাইল উপজেলার শাখার ত্রি-বার্ষিক (কাউন্সিল) সম্মেলন শুভ উদ্বোধন করেন। মাদক বিরোধী সমাবেশ শেষে ছাত্রীদের মাঝে ১০টি বাই সাইকেল বিতরণ ও উপজেলা পাঠাগারের উদ্বোধন করেন।


কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!