শাহিন মামুন এর কবিতা- মানুষ
মানুষ
শাহিন মামুন
আমি মানুষ কি করবো বলো
জয় বাংলা আর বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিয়ে?
আমি মানুষকে যে টানে না কখনো
রাজনীতি আর রাজনৈতিক স্লোগান তার আপন ঘরে।
আমি মানুষকে যে টানে সদা মানবতার ঘরে
মজলুম আর নিপীড়িতদের মাঝে।
তাই আমি মানুষ লিখে যাই সদা মানবতার দৃষ্টিতে
মজলুম আর নিপীড়িতদের কথা
কলমের কালিতে কাব্য-কবিতার মাঝে।
আমি মানুষ। চাইনা তুমি পাঞ্জেরীর কাছে
এ্যালুমিনিয়ামের প্যাকেটে মোড়ানো দামী কোনো খাবার
আমি মানুষ শুধুই চাই তুমি পাঞ্জেরীর কাছে
মজলুম আর নিপীড়িত মানুষের জন্যে
মোটা কাপড় আর সাথে মোটা চালের ভাত।
হে পাঞ্জেরী! আমি মানুষের মতো তুমিও হয়তো শোনো
চারদিকে মানবতার জয়গান আর জিকির
তবুও কেনো পেটের ভুখার জ্বালায়
অসহায় বাবা-মা দেয় তার সন্তানকে জলে ফেলে?
অতপর মৃত দেহখানি কুকুর-শেয়াল তুলে এনে
ক্ষুধা মেটায় নিজেদের।
ক্ষুধার জ্বালা যে কত নির্মম আর কতটা হয় কষ্টের
তা শুধু বুঝে পৃথিবীর বুকে ভুখা পেটে যে থাকে,
মৃত্যুটা তখন হয় উত্তম মনে সেই ভুখারীর কাছে
যখন ক্ষুধার জ্বালায় ভুখারী ভোগে দিন কিংবা রাতে।