মায়ের বকুনি খেয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা
এস কে রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
“আমাকে ক্ষমা করে দিও মা, আমি খুব খারাপ মেয়ে না, তোমাদের কথায় মন খারাপ করিনি, সামনে পরীক্ষা, বইয়ের একটা পৃষ্টাও পড়া হয় নি, তাই ক্ষমা করবে মা” পড়াশুনা নিয়ে মায়ের বকুনি খেয়ে এমনি চিঠি লিখে নীলফামারী ডোমারে অভিমান করে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।
ঘটনাটি ঘটেছে, উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পূর্ব বোড়াগাড়ী হলদিয়াবন এলাকায়।
উক্ত গ্রামের মোজাফ্ফর আলীর কন্যা ও মটুকপুর স্কুল এন্ড কলেজের নবম শ্রেনীর ছাত্রী লিমু আক্তার (১৬) ।
আজ রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ডোমার থানার এসআই গোলাম মোস্তফা মায়ের উদ্দেশ্যে লেখা চিঠি ও লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠায়।
এলাকাবাসী জানায়, ২৩ সেপ্টেম্বর শনিবার বিকাল ৫ টায় পড়াশুনা নিয়ে মায়ের সাথে ঝগড়ার এক পর্যায়ে সকলের অগচরে নিজ ঘড়ে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। এসময় বাড়ীর লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোকছেদ আলী বেপারী জানান -রিপোর্ট আসলে বিষয়টি পরিস্কার জানা যাবে।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।